About: গ্রাম ও সেতু

একটা রাস্তা বা মাধ্যম, সবাই সবার সাহায্য নিয়ে এগিয়ে যাবার। সেতুটা টা তাদের কাছে পৌঁছানোর, ও তাদের জন্যে, যারা নিজেদের অস্তিত্ব ও অধিকারের মানে বোঝে না। জীবিত আছে, শুধু জীবিতই আছে, সবাই যেমন থাকে। একটা মাধ্যম যাতে সবাই, একটা নয় অনেক অনেক সম্ভাব্য চাওয়া পাওয়ার সন্ধিক্ষণে মিশতে পারে, মিলতে পারে। সীমাহীন ভাবে। কোনো বাধ্যতা নেই, থাকবেও না।
ওই সেতুর ওপার আর এপারের লোকেরা। কারা এপারে এসে গেছে বা কারা ওপারে থেকেও আলাদা আছে, তার হিসাব দিতে হবে না। একটা সড়ক বানানো হচ্ছে, যাতে অবাধে হতে পারে আনাগোনা।
একটা গ্রাম বা মুষ্টিমেয় গ্রাম নয়, হাজার হাজার মানুষ ও গ্রাম তৈরি করুক তাদের সমন্বয়ের মাধ্যম। লক্ষ্য একটাই। একতা ও উন্নয়ন।

গ্রাউন্ড জিরো:
আমাদের চাওয়া পাওয়া, দেওয়া নেওয়ার তালিকাগুলো খুব অদ্ভুত ও আপেক্ষিক। কোনটার পার্থিব মূল্য কত বেশি কেউ জানে না।
এই মাধ্যমটা সেই পার্থিব ও অপার্থিব বস্তুগুলোর মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করবে। করতে সাহায্য করবে যাতে করে একটা সুস্থ্য ও সাবলম্বী সমাজ তৈরি হয়ে উঠতে সাহায্য পায়।
স্বাস্থ্য
শিক্ষা
কর্ম-সংস্থান
সমাজের এই তিনটের পা-এর উপর নির্ভর করে এই যাত্রা শুরু।
প্রতিটা পরিবার, গ্রাম, দেশ এতেই চলে। এগুলোর উন্নয়ন মানে সামগ্রিক উন্নয়ন। আর এই উন্নয়ন টা সবাই নিজের নিজের মতো করবে। এই ডিজিটাল মাধ্যমটা একটা যোগমাত্র, ওই উন্নয়ন টা ত্বরান্বিত করার।

কি কি হবে এটাতে?
বরং বলি, কি কি হবে না? প্রায় সব হবে। গ্রামের বা জাতির ইতিহাস, ভূগোল, সম্পদ থেকে তাদের স্বাস্থ্য, সম্পদ, হাসি, গান, দুঃখ সবই লেখা থাকবে।
তারপর শুরু হবে নিজেদের সম্পদ বিস্তৃতির গল্প। রিক্সা চালানো ছেলেটার গল্প হোক, ঘুঁটে কুড়ানি বা ডোল নয়তোবা কুমরের গল্প। মাঠের ধারে দৌড়তে যাবার মিলিটারি এসপিরেন্ট বা, এস এস সি তে ফেল করা টিউশন মাস্টার। রাত্তিরে দূরে শহরে নাইট-ডিউটি তে যাওয়া মজদুর, বা ক্ষেতে কাজ করা চাষী। সবার গল্প থাকবে। লিখবেও তারাই।
না শুধু সুখ দুঃখের গল্প নয়, থাকবে রোমাঞ্চ ও।মানুষের সম্পদ। সে ক্ষেতের ফসল হোক, বা হাতের কাজ করা চুড়ি বা আমের আচার। সেগুলো পৌছে দেবার ব্যবস্থা দূরে অনেক দূরে যারা নিতে চায়।
থাকবে গাজন মেলা বা মহোৎসব ও শিতালার পুজো। থাকবে বনসৃজন বা চড়ুইভাতির গল্প ও।
লক্ষ্য হলো: একতা ও উন্নয়ন।
প্রতিটা জাতি ও জায়গার চিন্তাধারা আলাদা আলাদা। এই প্রচেষ্টা টা একটা প্লাটফর্ম, যেখানে সবাই নিজের নিজের মত ওই উন্নয়নের রাস্তা খুঁজে বার করে। সবাই সবার কাজ প্রকাশ করবে বাকিদের উদ্বুদ্ধ করতে। না, কোনো কাজের কোনো কপি রাইট নেই। আমাদের একটাই রাইট, ভালো থাকা, ভালো রাখা।

এই প্ল্যাটফর্মটা একটা পিঁয়াজের মতো। এর ভিতরেও হাজার হাজার খোসার মতো আলাদা আলাদা মাইক্রো-ওয়েবসাইট আছে, যেগুলো আপনাদের গ্রামের বা তাদের মানুষের, একান্তই নিজের। যেগুলো আপনারাই রাখবেন, বাঁচাবেন ও পাবলিশ করবেন।  হ্যাঁ, একটা প্লাটফর্মের সৃষ্টিকর্তা হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে বৈকি। এটার মাধ্যমে প্রকাশিত কার্য-কলাপের একটু তদারকি করা। এই আর কি। আর কিছু নয়।

এই প্লাটফর্ম বা ওয়েবসাইটের ব্রাঞ্চ তৈরি গ্রামের নাম দিয়ে, সাব-ডোমেনের মাধ্যমে।
মানে, gramosetu.org হলো প্রাথমিক নাম। ধরে নিন, তার ভিতরে একটা গ্রামের নাম জনবাড়-janbar. সেই গ্রামের নিজস্ব ওয়েবসাইট হবে: janbar.gramosetu.org.
জনবাড় গ্রামের তিনটে প্রাথমিক দিক: স্বাস্থ্য, শিক্ষা, ও কর্মসংস্থান। সেইমত থাকবে তিনটে আরো আলাদা মাইক্রো ওয়েবসাইট: health.janbar.gramosetu.org, education.janbar.gramosetu.org and resources.

ঐগুলোর ভিতর ও থাকবে আরো ওয়েবসাইট, হয়তো প্রতিটা পরিবারের আলাদা আলাদা ওয়েবসাইট। তিনি কবিতা লিখুন বা সাইকেল রিপেয়ার করুন। তাঁর সৃষ্টি পৌছে যাক সারা পৃথিবীতে।

আপনাদের গ্রামের একটা নিজস্ব ওয়েবসাইট পেতে একটা মেল করুন: admin@gramosetu.org। কি কি কাজ করছেন, কারা করছেন, কি ভেবে করছেন ওইসব দিয়ে দিন। ব্যাস, আপনার ওয়েব সাইট রেডি। তারপর চালিয়ে যান মানুষকে সাথে নিয়ে এগিয়ে চলার রাস্তায়।


Privacy Policy


.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments